সদ্য গিয়েছে ছেলে অভিষেক ও বউমা ঐশ্বর্যর বিবাহবার্ষিকী। ছেলে ও বউমাকে শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে, ঐশ্বর্যকে নিয়ে এখনও অশান্তির শেষ নেই। এখনও নাকি খুটখাট লেগেই চলেছে ঐশ্বর্য, জয়া ও শ্বেতার মধ্যে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অমিতাভ নাকি মহারাষ্ট্রের আলিবাগে ১০,০০০ স্কোয়ার ফুট মতো জায়গা কিনেছেন। যার দাম প্রায় ১০ কোটি টাকা। এর আগে অযোধ্যায় সরযূ নদীর তীরেও একটি জমি কিনেছিলেন অমিতাভ। সেই সংস্থার সাহায্যেই এবার আলিবাগে জমি কিনলেন বিগ বি। সমুদ্রের ধারে সেখানে নিজের একটি জমি কিনলেন শাহেনশাহ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী