December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন থানার তিলন এলাকায়।ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে তপন থানার পুলিশ।ঘটনার পরে বুধবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।পুলিশি সূত্রে খবর মৃত ব্যক্তির নাম ভূতা বর্মন (৩৫),পেশায় ছিলেন একজন শ্রমিক।এবং অভিযুক্ত বাবা রাজেন বর্মন(৬৫)। বাড়ি তপন ব্লকের ৯নং আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন এলাকায়। জানা গেছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত বাড়িতে লেগেই থাকত অশান্তি। এরই মাঝে সোমবার রাতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবার সাথে বচসা বাধে ছেলের। এরপরই ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করে অভিযুক্ত বাবা। ঘটনায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভুতা বর্মনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশবাহিনী।পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তপন গ্রামীণ হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে।পাশাপাশি মৃত ব্যক্তির ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ। বুধবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পাশাপাশি অভিযুক্ত বাবাকে 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে