July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পাঠান নিয়ে বিতর্কিত মন্তব্য টলিপাড়ায়

সোশ্যাল মিডিয়া থেকে সিনেমা হল বিভিন্ন তর্কে সিনেমাপ্রেমীদের মুখে একটাই কথা শুধুমাত্র কিং খান অভিনীত পাঠান | আর এবার শাহরুখ খানের সংলাপের মতো পুরো কায়েনাত যেন চেয়েছে তাকে | তার সাফল্যের সঙ্গে মিলিয়ে দিতে | আর এত কোটি কোটি লোকের প্রত্যাশা ফিরিয়ে দিয়ে বক্স অফিসে সুনামি ডেকে এনেছে এই ছবি । তবে শাহরুখের প্রত্যাবর্তনে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে বাংলা ছবিতে | যশরাজ ফিল্মসের শর্ত অনুযায়ী পাঠান চালানোর জন্য বাংলা ছবি সরিয়ে দিতে হয়েছে হল মালিকদের | এই বিতর্কে সরব হয়েছেন অঞ্জন দত্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকে |

গোটা দেশজুড়ে ঝড় তুলেছে শাহরুখ অভিনীত “পাঠান” । কলকাতা থেকে কর্ণাটক পর্যন্ত সমস্ত হলে একই রকম ঝড় “পাঠান” সিনেমা ঘিরে | মুক্তি ৫ দিনে ৫০০ কোটি ব্যবসা ছুঁয়ে ফেলবে শাহরুখ খানের কামব্যাক ছবি | এই সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল রাষ্ট্রপতি ভবনে |

প্রসঙ্গত পাক্কা চার বছর পর সিনে পর্দায় আগমন শাহরুখের | কিন্তু চার বছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙ্গলেন সব রেকর্ড | বাক্স অফিসে পাঠান রাজত্ব | তবে এই ছবির মুক্তির আগে নানা বিতর্ক হলেও ছবি মুক্তি পাওয়ার পর তা অনুরাগীদের মন কেড়ে নিয়েছে তা বলাই বাহুল্য |