June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পাঠান নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

পাঠান নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে | কিন্তু সেই ছবির প্রচারে দুবাই ছাড়া আর কোন শহরে যাননি শাহরুখ | এমনকি একাধিক সাক্ষাৎকার এড়িয়ে গিয়েছেন তিনি |

প্রসঙ্গত শনিবার দুপুরে সেরকমই একটি সেশন করেছিলেন শাহরুখ | পাঠান ছবির নাম করে মুখোমুখি হয়েছিলেন কিং খান | সেখানে এক ফ্যান লেখেন, “সম্প্রতি তিনি চাকরি হারিয়েছেন | মানসিক অবসাদে ভুগছেন এখন তার করণীয় কি?” শাহরুখ খান তাকে রিপ্লাই দিয়ে টুইট করে লেখেন, “আরো ভালো চাকরি পেয়ে যাবেন চিন্তা করো না | খারাপ সময়ের পরই ভালো সময় আসে” । সেই সেকশনে এক ফ্রেন্ড শেয়ার করেন যে ইতিমধ্যেই সে পাঠানের টিকিট কেটেছে | অন্য এক ফ্যান লিখেন যে গোটা শোয়ের টিকিটে নিয়েছেন তিনি” |