পাঠান ছবির মুক্তির পরে তৈরি হয়েছে নানা বিতর্ক | নানা বিতর্কের সামনে পড়তে হয়েছে কিং খানকে | তবে এবার জিরো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, শাহরুখ খান নিজেও মনে করেছিলেন হয়তো অভিনয় ছেড়ে অন্য কিছু করবেন | তবে অভিনয় তাকে বলিউডের বাদশা বানিয়েছে। তাই চার বছর পর পর্দায় ফিরে তিনি দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায় |
তবে পাঠান ছবি নিয়ে বিতর্কের জল অনেক দূর এগোলেও, এই নিয়ে চুপ থাকলেন শাহরুখ খান | তবে এবার সব বিতর্ক পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে | শাহরুখ খান টুইট করলেন | তিনি টুইট করে লিখলেন, “সূর্য আসলে একাই জ্বলে ওঠে | অন্ধকার কাটিয়ে ফেল জ্বলে ওঠে | ধন্যবাদ সবাইকে পাঠান কে উজ্জ্বল করে তোলার জন্য” |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী