July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল দুই ব্রাউন সুগার পাচারকারী

মালদা: পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল দুই ব্রাউন সুগার পাচারকারী। উদ্ধার হয়েছে 530 গ্রাম ব্রাউন সুগার। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজারের মধুঘাট 34 নম্বর জাতীয় সড়ক থেকে ব্রাউন সুগার সমেত 2 পাচারকারী গ্রেফতার করে। অভিযুক্তদের আজ মালদা জেলা আদালতের ইংরেজবাজার থানার পুলিশ পেশ করে। সোমবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান দুজন ব্রাউন সুগার পাচারকারী তারা মোটরসাইকেল করে ফারাক্কার দিক থেকে মালদায় ব্রাউন সুগার গুলি পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ আগেই তাদেরকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 530 গ্রাম ব্রাউন সুগার যার বাজারমূল্য প্রায় 10 লাখ টাকা। ধৃতদের নাম পীযুষ মণ্ডল বাড়ি ফারাক্কা থানার কুলিয়ারা এবং প্রেম কুমার মন্ডল বৈষ্ণবনগর থানার মনডাই এলাকায় বাড়ি। ধৃত দুই পাচারকারীকে আজ মালদা জেলা আদালতে পুলিশ পাঠায়।