June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির

মালদাঃ- একদিকে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, অপর পক্ষে দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব “বিধানসভা নির্বাচন” দুটোই রক্তদান আন্দোলনের অন্তরায়। তথাপি মালদা জেলার রক্তদান আন্দোলনের দুই পথিক পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা রক্ত ভিক্ষার উদ্বুদ্ধ করণের ঝুলি নিয়ে সারা মালদা জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন। উদ্দেশ্য একটাই হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীর জীবন বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন। বাৎসরিক হরিনাম লীলা সংকীর্তন উপলক্ষে,বামনগোলা ব্লকের ডাকাত পুকুর সেবা সংঘের উদ্যোগে, রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে রক্তদান শিবির। উক্ত শিবিরে ৩৫ জন গৌর ভক্তবৃন্দ রক্তদান করেন ।পরম করুণাময় ঈশ্বরের নাম কীর্তনের আসরে এই ধরনের সুমহান সামাজিক দায়িত্ব পালন করতে পেরে নিজেদের অনেকটাই ভাগ্যবান বলে মনে করেন আয়োজক সংস্থার সদস্য হীরালাল মাহাতো । দাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক, বিনোদ বিহারী সরকার সেন্টজন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের কর্মী সুরজিত মন্ডল প্রমূখ। শিবির স্থাপনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখ।