২০২০ সালে করোনার সময় দ্বিতীয় বার অন্তঃসত্ত্ব হয়েছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় | পাঁচ মাসের মাথায় নিজের সন্তানকে গর্ভেই হারান রানী | সেই শোকাটি ওঠার আগেই তার কাছে এসেছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির প্রস্তাব | এই ছবি করতে করতে ব্যক্তিগত শোক কোথাও গিয়ে মিশে গিয়েছিল গল্পে |
সম্প্রতি ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে এ বিষয়ে মুখ খোলেন রানী | তবে তার মেয়ে আদিরা ও স্বামী দুজনকেই সেভাবে দেখা যায় না ক্যামেরার সামনে। রানী বলেন, “প্রথমবারই বিষয়ে আমি কথা বলছি | বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন এমনকি ছবির প্রচারকদের চটকদার বানাতে অনেকে ব্যক্তিগত কথা বলেন সেই ছবির প্রচার বাড়াতে চান” |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান