December 29, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পাঁচ মাসের সন্তানকে হারিয়েছিলেন রানী, প্রকাশ্যে আনলেন ব্যক্তিগত সেই কথা

২০২০ সালে করোনার সময় দ্বিতীয় বার অন্তঃসত্ত্ব হয়েছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় | পাঁচ মাসের মাথায় নিজের সন্তানকে গর্ভেই হারান রানী | সেই শোকাটি ওঠার আগেই তার কাছে এসেছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির প্রস্তাব | এই ছবি করতে করতে ব্যক্তিগত শোক কোথাও গিয়ে মিশে গিয়েছিল গল্পে |

সম্প্রতি ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে এ বিষয়ে মুখ খোলেন রানী | তবে তার মেয়ে আদিরা ও স্বামী দুজনকেই সেভাবে দেখা যায় না ক্যামেরার সামনে। রানী বলেন, “প্রথমবারই বিষয়ে আমি কথা বলছি | বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন এমনকি ছবির প্রচারকদের চটকদার বানাতে অনেকে ব্যক্তিগত কথা বলেন সেই ছবির প্রচার বাড়াতে চান” |