
20 জন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় রাজভবনে | ঠিক যেমন পালিত হয়েছিল গোয়া দিবস, সিকিম দিবস, এমনকি তেলেঙ্গানা দিবসও | তবে আগামীকাল রাজভবনের পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য | পাশাপাশি মুখ্যমন্ত্রী অনুরোধে সাত সদস্যের কমিটি গঠন করেছেন বিধানসভার অধ্যক্ষ |
কমিটির প্রস্তাব পহেলা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক | সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই এই দিনটি পালন করা হবে । এদিকে পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে নবান্নর রাজভবন সংঘাত চরমে পৌঁছায় | রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন মুখ্যমন্ত্রী |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়