
পশ্চিমবঙ্গ দিবসের বৈঠকে নেই কংগ্রেস ও বামেরা | সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, “আমি ইন্ডিয়া জোটে আছি এবং সব ব্যাপারে যাই কিন্তু আমি কারো বিরুদ্ধে একটা কথাও বলি না | অর্থাৎ কংগ্রেস ও সিপিএমের বৈঠকের যোগ না দেওয়াটা দুঃখজনক |
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | কিন্তু সেই বৈঠকে যোগ দিলেন না সিপিএম, সিপিআই কংগ্রেস ও বিজেপি | পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন তৎপরতা জানতে যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামেরা | এর আগে কেন্দ্রের নির্দেশিকা মেনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে । কিন্তু মুখ্যমন্ত্রী জানান, “বিজেপির বক্তব্য হচ্ছে ওনারা যে ডেটটা ঠিক করলেন কদিন আগে পালন করলেন আমরা জীবনে শুনিনি । কুড়ি জুন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশিকা পর্যন্ত জারি করেছে আমাদের জানায়নি । এমনকি বাংলার ব্যাপার বাংলা জানবে না এটা হতে পারে না” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়