বিডিও ও হাসপাতাল সুপার কাছে পরিযায়ী শ্রমিক রাখার ব্যবস্থা দাবি।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ হাসপাতাল সুপার ও বিডিও কে ৬ দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করা হয় ব্লক কংগ্রেসের পক্ষে। কালিয়াগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে ব্লক কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষে ৬ দিফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। ৬দিনের কোয়ারাইন টাইন রাখার পড়ে কে করোনা নেগেটিভ সাটিফিকেট দিয়ে ছেড়ে দেওয়ার পড় কি ভাবে লালা রসের পরিক্ষা রিপোর্ট পজিটিভ আসে প্রেশ্ন কংগ্রেসের।
এছাড়া দাবি সমস্ত পরিযায়ী শ্রমিক কে বাহিরব থেকে আনার ও রাখার ব্যবস্থা। ডাক্টার, নার্স সহ সমস্থ স্বাস্থ্য কর্মি দের সুরক্ষা ব্যবস্থা, সর্ব দলীয় কমিটি করে সবাই কে অবহিত করার ব্যবস্থা করার দাবি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত, তুলসি জয়সবাল, গিরিধারি প্রমানিক,মঞ্জুরি দত্ত দাম সহ অন্যারা।