July 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাই থেকে বেরিয়ে পথ অবরোধ

খাদ্য ও চিকিৎসার পরিষেবা ব্যাবস্থা ঠিক না থাকায় কোয়ারেন্টাইন থেকে বাইরে বেরিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করলো পরিযায়ী শ্রমিকেরা। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা কমলপুরে এলাকয়া। জানাযায়, পরিযায়ী শ্রমিকদের তিন চারদিন ধরে স্থানীয় একটি মাদ্রাসা স্কুলে কোয়ারেন্টাই সেন্টার করা হয়েছে সেখানে তাদের রাখা হয়।ভিন্ন রাজ্যে থেকে আসা পরিযায়ীদের অভীযোগ তাদের জন্য কোন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়নি।কারো পরিবার বাইরে থেকে খাবার নিয়ে কোয়ান্টাইনে প্রবেশ করছে। আমাদের মধ্যে কারো কোন টেষ্ট করা হয়নি।

এই পরিস্তিতে এভাবে কি করে কোয়ান্টাইনে প্রবেশ করে। নজর রাখার কেউ নেই। তিন চারদিন থেকে রয়েছি আমাদের কোন চিকিৎসা করা হছে না। লালা টেস্ট পরীক্ষা করা হছে না। এইসব পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় কয়েকশো পরিযায়ী শ্রমিক। তারা বাঁশের মাচা বেঁধে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। রাস্তায় দাঁড়িয়ে তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোথাবাড়ি থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। তাদের সাথে কথা বলেন দুই আধিকারিক পরিযায়ী শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় পরে শ্রমিকেরা পুনোরায় কোয়ান্টাইনে ফিরে যায়।