
২০১৮ সালে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডের নিজের যাত্রা শুরু করেছিলেন সাইফ আলী খান ও অমৃতা সিং এর মেয়ে সারা আলি খান | তবে এবার দেশের স্বাধীনতা সংগ্রামের সৈনিকের চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে । সম্প্রতি একটি ছবিতে দেখা যাচ্ছে, সারার পরনে সুতির শাড়ি | কপালে ছোট্ট একটি টিপ | আর হাতে মাইক |
আজ অর্থাৎ সোমবার নেতাজী সুভাষ চন্দ্রের জন্মবার্ষিকীতে প্রকাশে আসে অভিনেত্রী এই নতুন ছবি “আয় ওয়াতান মেরে ওয়াতন” ছবির ফার্স্ট লুক | টিজার দেখে মনে হচ্ছে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে কাহিনী সাজানো হয়েছে | সেখানে দেখা যাচ্ছে জানলার পর্দা বন্ধ করেই সে রেডিওর মতো দেখতে কি যন্ত্র ঠিক করতে থাকে |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’