December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পদ্মা সেতুর পরিদর্শনের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পরিদর্শনের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি |

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, “আপনি ইতিমধ্যেই জেনেছেন নিজস্ব অর্থায়নে পর্দা বহুমুখী সেতু নির্মাণের মধ্যে দিয়ে জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে | এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আর্থিক বন্ধনকে আরো দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্ককে উন্মোচন করবে” |

প্রসঙ্গত, গত ২৫ জন বাংলাদেশে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পরের দিন থেকে যান চলাচল শুরু হয় । যে পথ অতিক্রম করতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগতো | তা এখন মাত্র কয়েক ঘন্টা মধ্যে সেই দূরত্ব পার করা যাচ্ছে |