May 7, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন মিঠুন চক্রবর্তী

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী | সম্মানিত হয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ‘মহাগুরু’। এক ভিডিও বার্তায় মিঠুন জানালেন, ” এই সম্মান পেয়ে আমি গর্বিত, আমি আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আমি কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, তা আজকে উপলদ্ধি করছি। এই সম্মান আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করছি। যাঁরা এতদিন ধরে নিস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন তাঁদেরকে উৎসর্গ করছি। ”

পাশাপাশি, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার রাতে পদ্মভূষণে ভূষিত হন উষা উত্থুপ । সঙ্গীতশিল্পীর কণ্ঠে বাঁধভাঙা উচ্ছাস। উষার মন্তব্য, “আমি সবসময়ে বলি মুম্বই আমার জন্মস্থান হলেও কলকাতা আমার কর্মভূমি। আর আমি একজন সাচ্চা ভারতীয়। আমার দারুণ লাগছে। আমার দেশ, আমার দেশবাসীরা আমার কাজকে স্বীকৃতি দিয়েছে। যখন আপনার সরকার এবং দেশের জনতা আপনাকে স্বীকৃতি দেয়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না।”