নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পথ দুর্ঘটনায় মাঝ বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার টেপরপাড়া বাসস্ট্যান্ডের কাছে, মৃত ব্যক্তির নাম তপন রানা, বয়স আনুমানিক ৪৫ বছর,স্থানীয় সূত্রে জানা যায় শনিবার টেপর পাড়া বাস স্ট্যান্ডের কাছে নিজের বাড়ি থেকে রাস্তার উপর ওই ব্যক্তি একটি লরি সজোরে ধাক্কা মারে তপন বাবুকে, ঘটনা স্থলেই মৃত্যু হয় তপন বাবুর, এরপর স্থানীয়দের তত্পরতায় খবর দেয়া হয় পটাশপুর থানার পুলিশকে, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়,অন্যদিকে ঘাতক লরি, চালক ও খালাসী কে আটক করে থানায় পুলিশ, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।