July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পথচলা শুরু করল জোকা তারাতলা মেট্রো

বহু প্রতীক্ষার পর আজ থেকে পথ চলা শুরু করল জোকা তারাতলা মেট্রো | প্রথম যাত্রী হওয়ার জন্য রাতে মেট্রো স্টেশনে হাজির হন প্রভাত বাবু | সোমবার নির্ধারিত সময়ের পর হল স্বপ্ন পূরণ | জোকা তারাতলা মেট্রো রুটের প্রথম যাত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছাসিত তিনি |

প্রসঙ্গত সোমবার টিকিট কাউন্টার খোলার পরেই প্রথম টিকিট কাটেন প্রভাত বাবু | মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তাকে গোলাপ ফুল হাতে স্বাগত জানানো হয় ।

এর আগে শিয়ালদা ফুল বাগান মেট্রো চালুর সময় প্রথম যাত্রী ছিলেন বেলঘরিয়ার বাসিন্দা প্রভাত চট্টোপাধ্যায় । আগের দিন রাতে এসে শিয়ালদা প্ল্যাটফর্মে কাগজ পেতে ঘুমিয়ে ছিলেন তিনি | এরপর সোমবার সকালে প্রথম ট্রেনে উঠাইছিল তার প্রথম লক্ষ্য |