
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবশেষে কাটতে চলেছে জটিলতা | শোনা যাচ্ছিল, রাজ্য নির্বাচন কমিশন ঠিক করেছে চাহিদা মতো 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর না পাঠানো হলে প্রয়োজনে পরসি রাজ্য থেকে পুলিশ আনতে পারে রাজ্য | মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে এই বাহিনী নেওয়া হতে পারে ।
তবে তার আর প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে | কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি দিয়ে কমিশনকে আশ্বস্ত করা হয়েছে | যে বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে । সোমবার কলকাতা হাইকোর্ট কে এ কথা জানালো রাজ্য নির্বাচন কমিশন |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়