November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ন্যানো বিদার পর ক্ষতিপূরণের দাবি রাজ্য সরকারের কাছে

ন্যানো বিদায়ের পর এবার ৭৬৫ কোটি টাকার ক্ষতি পূরণের দাবি | তবে এই রায় ঘোষণার পরই আইনজ্ঞদের পরামর্শ নিয়েছেন মুখ্য সচিব | এমনটাই খবর নবান্ন সূত্রে |

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে পালাবদর ঘটে | মুখ্যমন্ত্রীর আসনে বসে সুপ্রিম কোর্টের নির্দেশের সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকেরা জমি ফেরত দেন মমতা বন্দ্যোপাধ্যায় | সেখানে শিল্প করতে চেয়ে রাজ্যের কাছে ইতিমধ্যেই আবেদন করেছেন ১০ নতুন সংস্থা |

অন্যদিকে, আরবিট্রল ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আইনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | ইতিমধ্যে আইনজ্ঞদের পরামর্শ নিয়েছেন মুখ্য সচিব | তারপরেই এই সিদ্ধান্ত |