
জলপাইগুড়ি ঃ- নেশার ট্যাবলেট ইয়াবা সহ তিন যুবক গ্রেফতার জল জলপাইগুড়িতে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর এলাকার জাতীয় সড়ক থেকে তিনজনকে গ্রেফতার করে। একটি ছোট গাড়িতে তিনজন যাচ্ছিল ইয়াবা নিয়ে। পুলিশ জানায় গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে জানা যায় ইয়াবা পাচারের উদ্দেশে যাচ্ছিল তারা৷ একশো বেশি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ধৃতদের কাছ থেকে। ধৃতদের নাম মহম্মদ হায়াতুল্লা, ইকবাল হুসেন ও একলাসুর মমিন। সকলে মালদা বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের তোলা হবে জানিয়েছে পুলিশ।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী