নেট দুনিয়ায় ভুয়ো ছবি আপলোড করার জেরে অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল বিধান নগর সাইবার ক্রাইম থানায়। যে ব্যক্তি অভিযোগ দায়ের করেন তাঁর নাম উদয়ন বোস। অভিযোগ, অভিনেত্রী অপর্ণা সেন একটি ভুয়ো ছবি নিজের টুইটার আকাউন্টে পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সূত্রের খবর, গত ১২ জানুয়ারি অপর্ণা সেন নিজের টুইটার আকাউন্টে কিছু বিকৃত ছবি আপলোড করেন। তাঁর মধ্যে কিছু পুলিশ অফিসার CAA ও NRC বিরোধীতার পোস্টার নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন এই একটা ছবি আপলোড করেন। উদয়ন বাবুর দাবি এই ছবি আসল নয় বরং সেটা অন্য একটা আন্দোলনের ছবি ছিল। তবে কেন তিনি এইসব ভুয়ো ছবি আপলোড করে সমাজে বিভ্রান্তি ছড়ানো চেষ্টা করছেন। আত্র সি কারনেই তিনি আইনি পথে যান এবং অভিনেত্রীর শাস্তির দাবি করেন। অন্যদিকে আইনজীবী পৃথ্বি জয় দাস জানিয়েছেন, যে ছবিটি অর্পনা সেন পোস্ট করেছিলেন সেটা দিল্লি পুলিশের অফিসারদের ছবি। দিল্লি পুলিশ ও আইনজীবীদের মধ্যে যে সমস্যা হয়েছিল সেটা তারই ছবি। সেই ছবিকে ফটোশপ করে তিনি টুইটার একাউন্ট থেকে শেয়ার করছেন।