শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বন্দে ভারতকে নিশানা করা হয় | ফারাক্কার কাছাকাছি পাথরের আঘাতে c13 কামরার জানলার কাঁচ ভেঙে যায় |
প্রসঙ্গত, রাত 10:30 টা নাগাদ ট্রেনটি হাওড়ায় পৌঁছালে ক্ষোভ প্রকাশ করেন আতঙ্কিত যাত্রীরা । এরপর ফারাক্কার পর তালডাঙ্গা নামে একটি জায়গায় ট্রেনে পাথর ছুলে যে ধরনের আওয়াজ হয় সেই রকম আওয়াজ শুনতে পান যাত্রীরা | তারপরই দেখেন যে জানলার কাঁচ ভাঙ্গা | তবে রেলে তরফ থেকে এ কথা স্বীকার করা হয়নি |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি