
মালদা – নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে এবার সরাসরি প্রতিরোধে পথে নামলেন মালদার পরিবেশপ্রেমী নাগরিকরা। তাঁদের পাশে দাঁড়াল রাজ্য বিজ্ঞান মঞ্চের মালদা জেলার সদস্যবৃন্দ। এছাড়াও আরও বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠনও এগিয়ে আসে প্রতিবাদে সামিল হতে। উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভা গাড়ি রাখার ব্যবস্থা করছে টাউন হলের সামনে। সেই জন্য কাজও শুরু হয়েছে। কিন্তু হঠাত করেই গাছ কাটার কাজ শুরু হয়ে যায়। সাথে সাথে প্রতিবাদ করেন পরিবেশপ্রেমীরা। তাঁদের চাপে বন্ধ হয় গাছ কাটার কাজ। তবে একটা গাছ কেটে ফেলা হয় প্রতিবাদের আগেই। বন দপ্তরে অভিযোগও করা হয়। গাছ কাটার অপরাধে আটক করা হয়েছে চারজনকে।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন