Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
নির্বাচন কমিশনের দপ্তরের সামনেই তৃণমূল সাংসদদের ‘হেনস্তা’। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দাবি, “জাতীয় নির্বাচন কমিশনের অফিসের বাইরে থেকে তৃণমূলের সাংসদদের টেনে হিঁচড়ে অসম্মানিত করেছে দিল্লি পুলিশ ও সিআইএসএফ। এ কাজ কমিশনের অঙ্গুলিহেলন ছাড়া হতে পারে না। কমিশন গণতন্ত্রকে হত্যা করেছে। আজ গণতন্ত্রের কালো দিন।”
প্রায় পৌনে একঘণ্টা রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে রাজভবনের গেটে দাঁড়িয়েই নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন অভিষেক।
দিল্লিতে তৃণমূল সাংসদদের উপর ‘বর্বরতা’র জন্য় নরেন্দ্র মোদি বা অমিত শাহকে ‘দায়ী’ করেননি তিনি। সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, “নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুল। যে নির্বাচন কমিশন দেশের গর্ব ছিল সেই নির্বাচন কমিশন বিজেপির কাছে মাথা নিচু করেছে।”

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী