অষ্টম দফার নির্বাচন রয়েছে বীরভূমে 29 এপ্রিল। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার করছে বিভিন্ন রাজনৈতিক দল। বীরভূমের অন্যতম বিধানসভা কেন্দ্র নানুর। সেই নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কীর্ণাহার এ নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে ছোট্ট স্ট্রীট কর্নার এর মধ্য দিয়ে প্রচার সারলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছয় দফা নির্বাচনে ইতিমধ্যেই বিজেপি 160 টি আসন পেয়ে গেছে। বাকি দুটি দফার নির্বাচনে আছে আমাদের লক্ষ্য দুইশত সিট নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন দয়া করে আমাদের ভোট দিন, আমাদের একবার সুযোগ করে দিন আমরা পশ্চিমবঙ্গ কে সোনার বাংলা করব। এখানে তৃণমূলের নেতারা অঞ্চল থেকে শুরু করে ব্লক জেলা পরিষদ টাকা পয়সা মেরে সব শেষ করে দিয়েছে। চিন্তা করবেন না ক্ষমতায় এলে তৃণমূলের এই সমস্ত নেতা ছোট থেকে বড় সেরকম ধরনের জেলে পাঠাবো। তদন্ত হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিরোধী দলকে নমিনেশন ফাইল করতে দেয়নি। মানুষের ভোট লুট করেছে। আমরা তা হতে দেব না। সকাল সকাল বুথে গিয়ে ভোট দিন। নির্ভয় ভোট দিন। বুথে যদি কেউ গন্ডগোল পাকায় তাহলে শীতলকুচি মত ঘটনা ঘটবে। এটা করবেন না ভুতের ভেতর দিদির পুলিশ নয় দাদার কেন্দ্র বাহিনী থাকবে।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত