February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নির্বাচনের আগেই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগেই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু হবে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও নিশানা সেধেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে আইনটি পাশ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও সরকার এখনও পর্যন্ত কেন আইনের ধারা তৈরি করতে পারেনি, তা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। একই অনুষ্ঠানে অভিন্ন দেওয়ানি বিধিকে ধর্মের সঙ্গে যুক্ত করা ভুল বলে মন্তব্যও করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহ বলেছেন, “এটি কেবল বিজেপির নয়, গোটা দেশের বিষয়। খুবই দুর্ভাগ্যজনক যে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ধর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধর্মনিরপেক্ষ দেশ চাইলে ধর্মভিত্তিক কোনও আইন থাকা উচিত নয়। তাই সবার জন্য সমান আইন থাকা জরুরি।”