গত 15 মাস আগে রাজ শুভশ্রীর ঘর আলো করে এসেছে ইউভান | এবার নিয়ম মেনে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের ছেলে ইউভান কে নারা করেছে | আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা নিয়ে বেশ শোরগোল পড়ে যায় | এতদিন মাথাভর্তি কোঁকড়ানো চুলেই ইউভানকে চিনত নেটিজেনরা | এক মাথার চুলে সকলে তাকে দেখে অভ্যস্ত ছিল | এবার মাথার চুল কেটে ফেলার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভশ্রী লেখেন, “এটাকে? আমাদের বাড়ি নতুন সদস্য, আমার রসগোল্লা” | এই পোস্টে ছোট্ট ইউভানকে অনেক ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী