আকাশ কখনও মেঘলা, আবার কখনও পরিষ্কার। যদিও আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে দিনের তাপমাত্রা নিম্নমুখীই । তাই রাজ্যজুড়ে রয়েছে শীত শীত ভাব।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার থেকে ফের একদফা পারদ পতন রাজ্যজুড়েই। তবে এবার তাপমাত্রার পারদ নামল ১৮র নিচে | 22 নভেম্বরের পর থেকে দফায় দফায় কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ | এমনটাই জানালো আবহাওয়া দপ্তর | আজ শহরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস | জেলায় জেলায় শীতের ব্যাটিং অব্যাহত থাকবে | 22 ডিসেম্বর থেকে ফের তাপমাত্রা কমতে থাকবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

                                        
                                        
                                        
                                        
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি