উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ এর ফলে আবারো উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। যার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে না উত্তর বঙ্গের সমস্ত জেলাতেই তিন দিন বৃষ্টি হবে।আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, দার্জিলিং,কোচবিহার জলপাইগুড়ি,কালিম্পং এইসব জায়গায়। 18 তারিখ বৃষ্টির পরিমাণ আলিপুরদুয়ার ও কোচবিহারে আরও বাড়বে। বাকি যে তিনটি জেলা সেখানে শুধু ভারী বৃষ্টি হবে। নিচের দিকে উত্তর দিনাজপুরে আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হবে 2-24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ও তাপমাত্রা সর্বোচ্চ 30 ও সর্বনিম্ন 27 ডিগ্রির আশে পাশে থাকবে। যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে রয়েছে তাই আজ ও কাল মাঝ সমুদ্রে হাওয়ার গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টায় তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির