December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নিম্নচাপের সম্ভাবনা

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে। একটি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। আগামী ৪৮ ঘণ্টায় এই সার্কুলেশনটা নিম্নচাপে পরিণত হবে। আরেকটি মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগরে চাঁদবালি এবং আম্বিকাপুরের উপর রয়েছে। এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায়।

প্যাচপ্যাচে গরমের মাঝে এক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতার একাধিক এলাকা। হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হাওড়া ও হুগলির একাধিক জায়গাতেও। তবে এই বৃষ্টি যে শুধু কয়েক মুহূর্তের স্বস্তি, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের মতো আজ, মঙ্গলবারও জানিয়ে দেওয়া হল যে আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি নির্ধারিত সময়ে রাজ্যে বর্ষাও প্রবেশ করবে না বলে জানানো হয়েছে।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |