আজ সকালেও তার বিরাম নেই। দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত চলবে এই অবস্থা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। শুক্রবার ২৫ আগস্ট ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ