
পুজোর আগের নিপা ভাইরাসের আক্রমণ কলকাতায় | নিপা ভাইরাসে আক্রান্তের খবর এবার কলকাতায় । আক্রান্ত পরিযায়ী শ্রমিককে ভর্তি করা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে | ইতিমধ্যেই তার নমুনা পরীক্ষা করা হচ্ছে | পরীক্ষার ফল দেখে তবে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা | জানা গিয়েছে কেরালায় ওই পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন | সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি | এর পরই জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই শ্রমিক |
প্রসঙ্গত, এখনো পর্যন্ত রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6 | এমনটি মৃত্যু হয়েছে দুজনের | সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সাতটি গ্রামকে | বন্ধ করা হয়েছে বেশ কিছু স্কুল কলেজ | তবে এইসব সত্ত্বেও বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়