September 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন দেব

নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা-সাংসদ দেব ওরফে দীপক অধিকারী | মঙ্গলবার আসানসোলের মহিশীলা কলোনিতে সন্ধ্যায় মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে যান তিনি। সেখানে পর্দা সরিয়ে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন দেব ।

পাশাপাশি, মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুখমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিও দেখেন তিনি। ঘুরে দেখেন সিস্ মহল। এ বিষয়ে কথা দেব বলেন, “সুশান্ত রায় আমার বাড়ি এসেছিলেন। আমাকে বলেছিলেন, আমার মূর্তি তৈরি করবেন। তখন আমি মানা করেছিলাম। পরে অনুমতি দিয়েছিলাম। ঘটনাচক্রে আমি এদিন আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিংয়ের জন্য স্পট বাছাই করতে। তারপর শিল্পীর বাড়িতে আসি।”