মালদা: নিজের বাবা, মা, বোন ও দিদাকে খুন করে বাড়ির বেসমেন্টে চারমাস ধরে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটা মালদার বৈষ্ণব নগর থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। ধৃত যুবকের নাম, আসিফ মোহাম্মদ (১৮)। ওরফে অনান শেখ।স্থানীয় জানান, মাধ্যমিকের পর সে নিখোঁজ হয় তারপর বাড়ি ফিরে আসে। তার পর থেকেই সমাজ থেকে ওই যুবক
বিচ্ছিন্ন হয়ে থাকত। বেশ কয়েক মাস আগে পরিবার কে কল কাটায় নিয়ে গিয়ে রাখবে বলে সমস্ত সমম্পত্তি বিক্রি করে দেয়। এরপরেই ওর পরিবার নিখোঁজ হয়ে যায়। পাড়ার লোকেরা জানতে চাইলে সে বলে সবাই বাইরে আছে আসবে। তার পরেই এই ঘটনা জানা যায়নি হয়। তার কাছ থেকে ল্যাপটপ, একাধিক ফোন, সাউন্ড সিস্টেম, টিভি, সিসি ক্যামেরা সমেত বহু অত্যাধুনিক গ্যাজেট উদ্ধার। হয়েছে। বাইরের কারও প্রবেশের অনুমতি ছিল না বাড়িতে। নিজের বাড়িতেই ল্যাব তৈরি করেছিল সে।
কলকাতার শেক্সপিয়ার সরণির ঘটনার সঙ্গে এই ঘটনার মিল আছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী