নিজের বাড়িতে কর্মরত রাজমিস্ত্রিদের চিঁড়ে খাওয়া দেখে বুঝে গেলেন যে তাঁরা বাংলাদেশী। এমনই দাবি করে বিতর্কে জড়ালেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার সিএএ’র সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁর বাড়িতে নতুন একটি ঘর তৈরির জন্য কিছু শ্রমিক কাজ করতে এসেছিলেন। তাঁরা চিঁড়ে খাওয়াতে তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ জেগেছে কৈলাসের। সেকথাই তিনি সম্মেলনে বলেন। তিনি জানিয়েছেন, ‘আমার সন্দেহ ওঁরা বাংলাদেশি ছিল। দুদিন দেখার পর আমি বাড়ির কাজ বন্ধ করে দিই। আমি পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করিনি। কিন্তু সবাইকে সাবধান থাকার জন্য জানালাম।’বিজেপি নেতার এই মন্তব্যে বিতর্কের ঝর উঠেছে। কারণ চিঁড়ে শুধু বাংলাদেশিরা খায় এমন নয়, পূর্ব ও উত্তর ভারতের অসংখ্য মানুষ চিঁড়ে খান। তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না। দেশের স্বার্থেই সিএএ হচ্ছে। প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেবে এই আইন। এই আইনের দ্বারাই দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অনুপ্রবেশকারীদের ধরা সম্ভব হবে।’