
এবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালু হচ্ছে মেট্রো | জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে চালু হবে মেট্রো | তবে এবার এক টিকিটে দক্ষিণেশ্বর থেকে যাওয়া যাবে রুবি পর্যন্ত | যার ফলে অনেকটাই সুবিধা হবে নিত্য যাত্রীদের |
তবে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো এখনো চালু হলো না | ট্রায়াল রান শেষ হয়েছে গত বছর সেপ্টেম্বরে | এরপর জানুয়ারিতে নিউ গড়িয়া রুবি মেট্রো পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলে সেফটি কমিশনার | নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আপাতত একটি লাইন দিয়ে মেট্রো চলবে | পাঁচটি স্টেশন | দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় নিউ গড়িয়া চলে আসা যাবে রুবি | মাঝে আর টিকিট কাটতে হবে না |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন