নিউমোনিয়ার চিকিৎসা করতে গিয়ে রোগী হারালেন তার ডান হাত। ওই বধূর অভিযোগ হাসপাতালে ভুল চিকিৎসার কারনেই তার ডান হাত বাদ পড়েছে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সুস্মিতা মণ্ডল নামে ওই বধূ মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা। সূএের খবর, চলতি মাসের ৫ তারিখ থেকে অসুস্থ তিনি। এরপর প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি না হওয়ায়, তাকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। সেখানে চিকিৎসকেরা তাকে জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। এরপর ওই হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা। তার ডান হাতে স্যালাইন দেওয়া শুরু করা হলে তারপর থেকেই তার ডান হাতে যন্ত্রনা হতে শুরু করে। আসতে আসতে হাতটি ফুলতে শুরু করে। সন্ধেয় হাসপাতালের তরফে রোগীর পরিবারের সদস্যদের জানানো হয় যে, তাঁর হাতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাই ডান হাতটি বাদ দিতে হবে। এরপরই তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল থেকে এসএসকেএমে রেফার করে দেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় বাদ দিয়ে দেওয়া হয় তার ডান হাত। সূএের খবর, এ প্রসঙ্গে বধূর এক আত্মীয় জানিয়েছেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে তাঁরা রাজ্য স্বাস্থ্য কমিশন, স্বাস্থ্যভবন ও মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানিয়েছেন। ক্ষতিপূরণ ও অভিযুক্ত চিকিৎসদের শাস্তির দাবি জানান তাঁরা।