পরিবারকে না জানিয়ে বিয়ে করার অভিযোগে নব বধূকে বাড়িতে ঢুকতে দেয় নি ছেলের পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে। মেয়ের পরিবার এবং প্রতিবেশীরা আজ মেয়েকে ছেলের বাড়িতে ঢোকাতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। মেয়ের পরিবার এবং প্রতবেশীরা ছেলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রায়গঞ্জ থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী নামানো হয়।ছেলের মার দাবি তাদের না জানিয়েই বিয়ে হয়েছে। মেরে ফেললেও মেয়েকে তারা বাড়িতে তুলবেন না। অনড় মেয়ে বিয়ে যখন করেছে সে এই বাড়িতেই ঢুকবে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে রায়গঞ্জ থানার বাজিতপুরের বাসিন্দা টিঙ্কু দাস প্রতিবেশী চাঁদ মনি দাসকে মাস ছয়েক আগে বিয়ে করে। টিঙ্কু নববধূকে বাড়িতে না এনে ভাড়া বাড়িতে উঠেছিল।টিঙ্কু রারিয়া বি এড কলেজের আংশিক সময়ের কর্মি। সে কাজের যাবার নাম অন্যদিনের মত বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে কাজে চলে যায়।নববধূর জন্য নূনতম খাওয়াদাওয়ার ব্যবস্থা করছে না। দিনের পর দিন এভাবে চলার পর গতকাল চাঁদ মনি শ্বশুড় বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ করেও তার হদিশ পায় নি। এমনকি চাঁদ মনিকে শ্বশুড় বাড়িতে ঢুকতেই দেয় নি টিঙ্কুর পরিবার।আজ সকালে চাঁদমনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে শ্বশুড় বাড়িতে ঢুকতে গেলে টিঙ্কুর পরিবার তাকে বাধা দেয়। শুরু দুই পক্ষের হাতাহাতি। টিঙ্কুর পরিবার বাড়ির গেট বন্ধ করে দিলে প্রতিবেশী এবং চাঁদ মনির পরিবার ছেলের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা বলে অভিযোগ।মেয়ের পরিবার তাদের মেরে ফেললেও মেয়ে কোনভাবে বাড়িতে তুলবেন না সাফ জানিয়ে দিয়েছেন টিঙ্কুর মা কনিকা দাস। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী
টিঙ্কুর পরিবারকে মেয়েকে বাড়িতে ঢুকতে দেবে না এব্যাপারে অনড় থাকলেও চাঁদমনিও শ্বশুড়বাড়িতে যেতে অনড়।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত