নারী দিবসে পরিবারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন বিপাশা | সেখানে তাকে দেখা গিয়েছে নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাকে | যা বেশ ঢেলে ঢালা |
এই ছবি সোশ্যাল মিডিয়ায় আস্তে তা নিয়ে প্রশ্ন তোলে নেটিজেনরা | সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নয়া জল্পনা | অন্তঃসত্ত্বা বিপাশা বসু | এদিন নৈশভোজের ভিডিও দেখে এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা | এদিন বিপাশা বসুর সঙ্গে স্বামী করান সিংহ গ্রভের এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গিয়েছে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়