January 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নামেই ৫৬ সংখ্যায় আড়াইশো পদ দিয়ে দেশী-বিদেশী মেনুতে মহানন্দে মাসির বাড়িতে খাওয়া-দাওয়া সারছেন জগন্নাথ দেব

নামেই ৫৬ সংখ্যায় আড়াইশো পদ দিয়ে লকডাউনের বাজারে দেশী-বিদেশী মেনুতে মহানন্দে মাসির বাড়িতে খাওয়া-দাওয়া সারছেন জগন্নাথ দেব। ৫৬ সংখ্যায় সেটি দাঁড়ায় প্রায় আর আড়াইশোর কাছাকাছি। লকডাউনের বাজারে ১৪ দিনের নিভৃত বাস বা কোয়ারেন্টাইন কাটিয়ে রাজ বেশে রাজ রথে করে মায়াপুর ইসকনের ল্যান্ড অফিসের অস্থায়ী গুন্ডিচায় মহানন্দে খাওয়া-দাওয়া সারছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। আর এভাবেই উল্টোরথ পর্যন্ত মাসির বাড়িতে দেশী-বিদেশী রকমারি পদে খাওয়া-দাওয়া সেরে ফের নিজের জায়গায় ফিরে যাবেন জগতের নাথ। মাসির বাড়িতে এ কদিন তার আতিথেয়তায় ব্যস্ত মায়াপুর ইসকনের ল্যান্ড অফিসের সমস্ত ভক্তরা। কি নেই মেনুতে? অন্ন ডাল কচু শাক থেকে শুরু করে পিঠে পুলি লুচি মিষ্টি পায়েস চাওমিন দই বড়া রকমারি মিষ্টি ফলমূল তো আছেই। আর এ কদিন জগন্নাথের সেবা করতে ভোর চারটে থেকে প্রায় জনা পঞ্চাশেক রাধুনী এবং তার সহযোগী মিলে ভোগ রাগ রন্ধনে ব্যস্ত থাকে।