
এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ নাগেরবাজার ডায়মন্ড সিটির বহুতলে হঠাৎই আগুন লাগে । দৌড়ে বহু দল থেকে নেমে আসেন বহু তলের বাসিন্দারা | এরপর ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন |
প্রাথমিকভাবে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, যশোর ডায়মন্ড সিটি বহুতলে আগুন লেগেছে | আগুন দেখে আবাসিকরা দমকলে খবর দেন | এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন | তবে ওই বহু তলের ১৭ তলায় বিভিন্ন ফ্ল্যাটের জানালা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন আশপাশের বাসিন্দারা | যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ | এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক | তবে প্রত্যেক বাসিন্দাকে সুস্থভাবে ঘটনাস্থল থেকে বের করে আনা সম্ভব হয়েছে | দমকল কর্মীদের উদ্যোগে বয়স্কদের চেয়ারে চাপিয়ে নিচে নামানো হয় ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়