
নভেম্বরে শীতের ঝড়ো ব্যাটিংয়ে নয়া রেকর্ড | সপ্তাহের শেষে বাড়বে আরো ঠান্ডা | জানা গিয়েছে আজ কলকাতায় এই মৌসুমে শীতলতম দিন । তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। বিগত পাঁচ বছরের নভেম্বর মাসে এমন তাপমাত্রা পড়েনি | সঙ্গে আজ উত্তরের হাওয়া আর পারদ পতনের ইঙ্গিত রয়েছে |
আকাশ কখনও মেঘলা, আবার কখনও পরিষ্কার। যদিও আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে দিনের তাপমাত্রা নিম্নমুখীই । তাই রাজ্যজুড়ে রয়েছে শীত শীত ভাব।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা