শীত পাকাপাকিভাবে ডিসেম্বরের আগে না এলেও নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে | আবহাওয়া সুষ্কই থাকবে | কলকাতা সহ জেলার তাপমাত্রা সকল এবং রাতের দিকে কমবে |
কলকাতায় গত ১০ বছরে এত নিচে নামেনি অক্টোবর মাসের পারদ | ১০ বছরের শীতলতম অক্টোবর এই বছর দেখলে কলকাতা | রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি কমেছে কলকাতায় | সকাল সন্ধে জেলায় শীতের আমেজ দেখা গিয়েছে | জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি দিনভর শীতের আমেজ থাকবে জেলাতে | উত্তরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে বাংলায় |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি