নদীতে এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়লো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার আব্দুলখাটা এলালায়। পুলিশ মৃত ব্যাক্তির নাম জানাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্নজোড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার আব্দুলখাটার বাসিন্দা সায়ন মজুমদার সকালে আব্দুলঘাটা এলাকায় কুলিক নদীতে মাছ ধরতে এসেছিল। সেই সময় কুলিক নদীতে এক ব্যাক্তির মৃতদেহ ভাসতে দেখেন। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও কর্নজোড়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল বর্মন জানিয়েছেন, সকালে খবর পাই আব্দুলখাটার কুলিক নদীতে এক ব্যাক্তির মৃতদেহ ভেসে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেওয়া হয়। অন্যদিকে শুভঙ্গর বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মা খবর দিল এখানে একটি মৃতদেহ ভেসে আছে। এই ঘটনায় এলাকা বাসিন্দারা আতঙ্কিত। খুন না আত্মহত্য তা তদন্ত শুরু করেছে পুলিশ।