September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নতুন রূপে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় কে

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় | সেই ভিডিও থেকেই শুরু হয়েছে জল্পনা | ভিডিওটি তে দেখা যায় দেশের জার্সি গায়ে ২২ গজের ঝড় তুলেছেন সৌরভ | তবে ভিডিও শেষে লেখা রয়েছে “শীঘ্রই আসছে”। এই ভিডিও দেখে তার ফ্যানেদের অনুমান নিশ্চয়ই বায়োপিককে কেন্দ্র করে এই ছবি |

তবে কিছুদিন আগে শোনা গেছিল সৌরভের বায়োপিকে তার চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় কে | অন্যদিকে শোনা যায় বলিউডে আসতে চলেছে সৌরভের বায়োপিক | সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাঁহাতি ব্যাটসম্যান তাই সৌরভের বায়োপিকে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন | তবে যদি এইসব জল্পনা সত্যি হয় তাহলে সৌরভের বায়ো
পিকে তার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন |