September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নতুন বছরে আসছে হৃত্বিক রোশন অভিনীত ‘ফাইটার’

দীপিকা পাড়ুকোন ও ঋত্বিক রোশন অভিনীত ফাইটার ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে | ফাইটার ছবিতে দুজনের রসায়নে রয়েছে আগুন । তার ঝলক এবার মিলল নতুন ছবির গান “শের খুল গেয়া” তে | এই সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ | শোনা যাচ্ছে, ফাইটার হল বলিউডের প্রথম সিনেমা, যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে সুট হয়েছে ।

এই সিনেমাতে একই ফ্রেমে ঋত্বিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে সিনেমা প্রেমীরা | এই ছবিতে কোয়াড্রন লিডার পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে | অন্যদিকে মিন্নি চরিত্রে দেখা যাবে দীপিকা কে | প্রসঙ্গত সিদ্ধার্ত আনন্দ ছিলেন শাহরুখ খান দীপিকা পাঠুকোনের “পাঠান” ছবির পরিচালক | যে সিনেমা বক্স অফিসের এক হাজার কোটির ব্যবসা করেছে বিশ্বজুড়ে |