September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নজিরবিহীন-ভাবে স্থবির থাকার পর অবশেষে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু

টানা ন’দিন ধরে নজিরবিহীন-ভাবে স্থবির থাকার পর অবশেষে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অবশেষে, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা। আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঝাড়খণ্ডের কিছু অংশ, বিহারের আরও কিছু অঞ্চল এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ পর্যন্ত এগোতে চলেছে বর্ষা। এমনটাই ইঙ্গিত। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘণ্টা দুয়েকের মধ্যেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের | আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত ভাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তিও জারি থাকবে।