January 12, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ

ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ | স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর | এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে দুটি নিম্নচাপ | যার জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে | একটি দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে | অন্যটি নিম্ন গাঙ্গেয় সমভূমির উপর | আগামী 5 দিন দার্জিলিং কালিম্পং এর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায় |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 90 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |