ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মান্দাসে” |তবে শুধু এই ঘূর্ণিঝড় এই রক্ষে নেই | এরপর লাইনে আছে আরো পাঁচ ঘূর্ণিঝড় | তবে তারা ঘনীভূত হয়ে কবে আছড়ে পড়তে চলেছে সে সম্পর্কে এখনো কোনো পূর্বাভাস নেই ।
তবে ঘূর্ণিঝড় মান্দাসের পর আসছে “মোচা” | নামকরণের রীতি অনুযায়ী, একটি দেশ একটি নামকরণ করেছে । মোচা নামকরণ করেছ ইয়ামেন | তারপর আসবে “তেজ” | এই ঘূর্ণিঝড় টির নাম অবশ্য রাখা হয়েছে ভারত থেকে | ঘূর্ণিঝড়ের নামকরণ করার কিছু বিধি আছে |
যেমন ঘূর্ণিঝড়ের জন্য এমন নাম বাঁছতে হবে যা বিশ্বের কোন জনগোষ্ঠীর ভাবাবেগকে আঘাত না করে | পাশাপাশি উচ্চারণ করতে সুবিধা হয় । এবং মনে রাখতে সুবিধা হয় ।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব