
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি | গত দুদিনের বৃষ্টির ফলে কিছুটা কমেছে গরম | ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ | যার জেরে ঘূর্ণিঝড়ের আবহ তৈরি হচ্ছে | আর এই নিম্নচাপ, ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে | যার প্রভাব পড়তে পারে বাংলাতেও | অশনি সংকেত মিলতেই তার মোকাবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়